Asus গত বছরের আগস্ট মাসে ভারতে Asus 8z মডেলের স্মার্টফোনটি লঞ্চ করার ঘোষনা করেছিলো। তবে গত বছর ভারতের বাজারে হ্যান্ডসেটটি লঞ্চ না হলেও গতকাল ২৮ শে ফেব্রুয়ারি Asus 8z লঞ্চ হয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৪২,৯৯৯ রুপি অর্থাৎ ৫০,০০০ বাংলাদেশি টাকা।

Asus 8z এর স্পেসিফিকেশন (Asus 8z Specifications)
Asus 8z স্মার্টফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৫.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং ডিস্প্লের প্রোটেকশন হিসেবে রয়েছে গোরিলা গ্লাস ভিকটাস। রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যেখানে সেন্সর হিসেবে রয়েছে Sony IMX686 এবং অপরটি ১২ মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড ক্যামেরা যেখানে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের উপরে বামপাশে পাঞ্চ হোলে রয়েছে ১২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১১ রয়েছে এবং প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে এসেছে। পাওয়ার ব্যাক আপের জন্য রয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।