আসন্ন Android 13 এর codename হবে Tiramasu এবং নতুন থিম, QR কোড স্ক্যানার, শেয়ারিং ফিচার সহ আরো অনেক ফিচার নিয়ে আসবে। তবে নতুন এক তথ্যমতে, Android 13 তে নতুন একটি বৈশিষ্ট যুক্ত হবে যা আপনাকে ফ্ল্যাশলাইটের উজ্জলতা নিয়ন্ত্রন করতে দিবে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে আইফোন ব্যবহারকারীরা পেয়ে থাকেন।

বর্তমানে এন্ড্রয়েড ফোনগুলো তে শুধুমাত্র ফ্লাশলাইট অন অফ করার সুবিধা রয়েছে। নতুন এই বৈশিষ্ট যোগ হলে এন্ড্রয়েড ইউজাররা ফ্ল্যাশলাইটের উজ্জলতা নিয়ন্ত্রন করতে পারবে। তবে এমন হতে পারে, যে সমস্ত স্মার্টফোন Android 13 দিয়ে লঞ্চ হবে শুধুমাত্র সেগুলোতেই এই নতুন ফিচার থাকবে।
ফ্ল্যাশের উজ্জলতা নিয়ন্ত্রনের জন্য একটি হার্ডওয়্যার ইন্টারফেসের প্রয়োজন পরে যা ক্যামেরার সাথে ইনস্টল করা থাকে। তাই শুধুমাত্র Android 13 আপডেটের সাথে এই ফিচারটি স্মার্টফোনে নাও আসতে পারে।