WhatsApp মেসেঞ্জার অ্যাপ মোবাইলের পাশাপাশি ডেস্কটপে বা ল্যাপটপে ব্যবহার করা যায়। তার জন্য আপনাকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে ডেস্কটপের WhatsApp লিংক করে নিতে হবে। তবে লিংক করার পরেও ডেস্কটপে WhatsApp ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে।
এটা কিছু ইজারদের জন্য বিরক্তের কারন হতে পারে। আর WhatsApp তাদের ইজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করে যাচ্ছে। এবার নতুন একটি আপডেটের মাধ্যমে WhatsApp এ নতুন একটি ফিচার যোগ হয়েছে। এখন থেকে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলেও শুধুমাত্র ডেস্কটপের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে WhatsApp ব্যবহার করেত পারবেন, পাঠানো যাবে মেসেজ।
মোবাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াই কিভাবে ডেস্কটপে WhatsApp ব্যবহার করবেন
সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে WhatsApp এর লেটেস্ট আপডেট ইনস্টল করতে হবে। এরপরে নিচের পদ্ধতি অনুসরন করুন

- প্রথমে আপনাকে “Link Device” এ ক্লিক করতে হবে
- এরপরে “Multi-device beta” অপশনে ক্লিক করুন
- এরপরে “Join Beta” তে ক্লিক করে WhatsApp বেটা প্রোগ্রামে জয়েন করতে হবে।
এবার ডেস্কটপে WhatsApp ওপেন করুন। স্মার্টফোনের WhatsApp থেকে “Link Device” ক্লিক করে ডেস্কটপে থাকা QR কোড স্ক্যান করে ডেস্কটপে WhatsApp একটিভ করে নিন। বেটা প্রোগ্রামে জয়েন করার পরে আপনি আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন ছাড়া সর্বোচ্চ চারটি ডিভাইসে WhatsApp ব্যাবহার করতে পারবেন।