গত ডিসেম্বর থেকে iQOO Neo6 এর লঞ্চ হওয়া নিয়ে বিভিন্ন গুঞ্জন চলে আসছিলো এবং অবশেষে iQOO Neo6 এপ্রিলের ১৩ তারিখে লঞ্চ হতে চলেছে। আগামী মাসে স্মার্টফোনটির চীনের বাজারে লঞ্চ হওয়ার তারিখ নির্ধারন করা হলেও গ্লোবাল মার্কেটে কবে নাগাদ ফোনটি আসবে সে বিষয়ে iQOO কোন তথ্য এখনো প্রকাশ করে নাই।

iQOO তাদের Neo6 স্মার্টফোনকে নেক্সট জেনারেশনের গেমিং ফোন হিসেবে প্রোমোট করছে তবে এর স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করে নাই। তবে Neo6 ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল AMOLED ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
Geekbench এর লিস্টিং থেকে জানা গিয়েছিলো এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর থাকবে এবং GPU হিসেবে Adreno 642Lথাকবে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে থাকবে OriginOS Ocean বেসড Android 12 অপরেটিং সিস্টেম।
ধারনা করা হচ্ছে Neo6 ফোনটি Black, Blue, Grey ও Orange চারটি কালারে বাজারে আসবে এবং পাওয়ার ব্যাক আপের জন্য থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৭০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
iQOO Neo6 এর অফিসিয়াল কনফিগারেশন সম্পর্কে জানতে আমাদের এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।