গত মাসে Motorola ইউরোপের বাজারে Moto G22 স্মার্টফোন লঞ্চ করেছিলো। এবং একটি নতুন প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, কোম্পানি খুব শীঘ্রই ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 91Mobiles এ প্রকাশ হওয়া এক রিপোর্ট অনুযায়ী, Motorola আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করবে Moto G22।

প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় বাজারে লঞ্চ করার ১ মাস পরেই মটোরোলা ভারতীয় বাজারে আগামী সপ্তাহে ১০ এপ্রিলের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। আর এই লিক হওয়া প্রতিবেদন সত্যি হলে Motorola এর তরফ থেকে খুব শীঘ্রই আমরা অফিসিয়াল কনফার্মেশন পেয়ে যাবো।
ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 ব্যবহার করা হবে এবং রিয়ার প্যানেলে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল ultra wide অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার থাকবে। সেলফির জন্য পাঞ্চ হোলে থাকবে ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
স্মার্টফোনটিতে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নিয়ে সম্ভবত 90Hz রিফ্রেশ রেট এবং 20:9 এসপেক্ট রেশিও সহ 6.22 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে দিয়ে লঞ্চ হবে। পারফরমেন্স এর জন্য প্রসেসর সেকশনে থাকতে পারে MediaTek Helio G37 এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে থাকতে পারে ৪ জিবি র্যাম।