Realme এই মাসে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Samsung ISOCELL HM6 লেন্স সহ একটি নতুন Realme 9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। গুজব রটেছে যে, এই ডিভাইসটি হতে পারে মিড রেঞ্জ বাজেটের Realme 9 4G স্মার্টফোন। এবং এক নতুন লিকের মাধ্যমে Realme 9 4G এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
Realme 9 4G স্মার্টফোনটি বিভিন্ন সার্টিফিকেশন প্লাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। এথেকে বোঝা যাচ্ছে, স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। এছাড়া অনুজ নামে একজন টিপস্টার এক টুইটের মাথ্যমে জানিয়েছেন যে, Realme 9 4G খুব শীঘ্রই ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ হতে যাচ্ছে।

এছাড়াও মুকুল শর্মা নামে একজন টিপস্টার টুইটারে Realme 9 4G এর গোল্ড কালার ভ্যারিয়েন্টের একটি ছবি প্রকাশ করেছে। এই ছবি থেকে স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে ধারনা পাওয়া গেছে। ডিভাইসটিতে GT Neo2 এর মতো ক্যামেরা মডিউল রয়েছে এবং ফোনের নীচের দিকে একটি 3.5 মিমি অডিও জ্যাক, একটি মাইক্রো ফোন, একটি USB-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল রয়েছে। ডানপাশে রয়েছে ভলিউম রকার্স।
Realme 9 4G স্মার্টফোনটিতে ৯০ হার্জ রিফ্রেশ রেটের সুপার এমোলেড ডিসপ্লে থাকতে পারে। প্রসেসর হিসেবে কোয়ালকমের কোন 4G প্রসেসর থাকবে। তবে স্ন্যাপড্রাগন ৬৮০ থাকার সম্ভাবনা বেশি। স্মার্টফোনটি ৪/৬ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এবং সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি gold, black, white এই তিনটি কালারে আসবে এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে বলে আশা করা যাচ্ছে।