গত মাসের শেষের দিকে চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান Realme মালয়েশিয়ার বাজারে তাদের C সিরেজের স্মার্টফোন C35 লঞ্চ করেছিলো। এবার Realme তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করেছে যে আগামী ৭ ই মার্চ স্থানীয় সময় দুপুর ১২ঃ৩০ মিনিটে ভারতের বাজারে Realme C35 লঞ্চ করা হবে।

Realme C35 এর স্পেসিফিকেশন
রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা ছবি থেকে দেখা যাচ্ছে, স্মার্টফোনটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, সাইড মাউন্টেড ফিঙারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। Realme C35 স্মার্টফোনটিতে থাকবে ৬.৬ ইঞ্চি FHD+ IPS LCD প্যানেল যার রেজুলেশন 1080 x 2408 এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস। Realme UI 2.0 বেসড অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনটির প্রসেসর সেকশনে থাকবে Unisoc Tiger T616 অক্টা কোর প্রসেসর যা ১২ ন্যানোমিটার বেসড প্রসেসর।
ফোনটির রিয়ার প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ওয়াটার ড্রপ নচে থাকবে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ব্যাটারি হিসেবে থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ওয়েবসাইটে বলা হয়েছে, স্মার্টফোনটিতে ৫% চার্জ থাকা অবস্থায় সুপার পাওয়ার সেভিং মোডে 50.2 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 1.8 ঘন্টা টকটাইম ব্যাকআপ পাওয়া যাবে।