Realme GT Neo3 স্মার্টফোনটি আগামী কিছুদিনের মধ্যেই চীন ও ভারতের বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি বিভিন্ন সময়ে বিভিন্ন বাজেটের যে পাঞ্চহোল যুক্ত স্মার্টফোনগুলি বিক্রি করেছে সেগুলোর পাঞ্চ হোল ডিসপ্লের উপরে বাম পাশের অংশে থাকতো। তবে TENAA এর প্রকাশিত ছবি অনুযায়ী Realme GT Neo3 তে সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। আবার টিপস্ট্রার ShadowLeak GT Neo3 এর সামনের ও পিছনের ডিজাইনসহ ফ্রেশ রেন্ডার প্রকাশ করে।

নতুন রেন্ডার অনুযায়ী এটাই রিয়েলমির ১ম স্মার্টফোন যেটাতে প্রথম সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। বামপাশে ভলিওম আপ, ডাউন এবং পাওয়ার বাটন রয়েছে। স্মার্টফোনের পিছনের রয়েছে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট। এতে OIS সমর্থন সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে এবং ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
Realme GT Neo3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
GT Neo3 স্মার্টফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং ডিসপ্লের পাঞ্চ হোলে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকবে।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Realme UI 3.0 বেসড এন্ড্রয়েড ১২ থাকবে এবং প্রসেসর হিসেবে Dimensity 8100 থাকতে পারে। ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনটারনাল স্টোরেজ থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।