আজ ০৩ এপ্রিল রিয়েলমি বাংলাদেশ ১২০ হার্জ রিফ্রেশ রেট, helio G96 প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ আরো সব এক্সাইটিং ফিচার দিয়ে দেশের বাজারে লঞ্চ করলো Realme Narzo 50 স্মার্টফোন। মাত্র ১৬,৪৯৯ হাজার টাকায় ফাস্ট গেমিং পারফরমেন্স এর সাথে এক্সাইটিং সব ফিচার নিয়ে এসেছে স্মার্টফোনটি। চলুন দেখে নেই স্মার্টফোনটিতে কি কি থাকছে….

Realme Narzo 50 এর স্পেসিফিকেশন (Realme Narzo 50 স্পেসিফিকেশনস)
Narzo 50 তে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে যার টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ এবং পিক্সেল ডেনসিটি ৪০১ পি পি আই। Android 11 চালিত ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটারের MediaTek Helio G96 অক্টা কোর গেমিং প্রসেসর।
৪/৬ জিবি র্যামের সাথে স্মার্টফোনটিতে রয়েছে ৬৪ ও ১২৮ জিবি UFS 2.1 টাইপ ইন্টারনাল স্টোরেজ। এর সাথে সর্বোচ্চ ১১ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম ব্যবহার করা যাবে। তাছাড়া এক্সটারনাল মেমোরি তো থাকবেই, যা সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ব্যবহার করার সুবিধা রয়েছে।
ডিভাইসটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরাসেট আপ রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল করে একটি ডেপথ ও ম্যাক্রো শুটার রয়েছে। সেলফি প্রেমীদের জন্য ডিসপ্লের পাঞ্চ হোলে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি। সাথে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার , যার মাধ্যমে মাত্র ৭০ মিনিটে ০ থেকে ১০০% চার্জ করা যাবে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Realme Narzo 50 এর দাম (Realme Narzo 50 Price in Bangladesh)
Realme Narzo 50 স্মার্টফোনটি Speed Blue ও Speed Black এই দুইটি কালারে পাওয়া যাবে এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ১৬,৪৯৯ টাকা।