Realme তাদের Weibo পেজের মাধ্যমে V সিরিজের স্মার্টফোন V25 এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ২ মার্চ চীনের স্থানীয় সময় দুপুর দুই টায় Realme V25 স্মার্টফোনের আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং Weibo তে প্রকাশিত টিজার পোস্টারের মাধ্যমে V25 এর ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।

Realme V25 লঞ্চের পোস্টারে ফোনের gradient blue ভেরিয়েন্ট দেখানো হয়েছে। স্মার্টফোনটির রিয়ার প্যানেলের বামদিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে ৬৪ মেগা পিক্সেল এর প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে। অন্য একটি পোস্টারে দেখা গেছে স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং নিচের অংশে প্রাইমারি স্পীকার, মাইক্রোফোন, USB-C পোর্ট, ৩.৫ মিলিমিটার অ্যডিও জ্যাক রয়েছে।
Realme V25 এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme V25 Specifications)
রিয়েলমির তরফ থেকে V25 এর স্পেসিফিকেশন সম্পর্কে কোন ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে রুমর অনুযায়ী V25 হ্যান্ডসেটে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি IPS LCD ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের পাঞ্চ হোলে একটা ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকবে এবং রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর সহ তিনটি ক্যামেরা থাকবে।
স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ৬০০ সিরিজের প্রসেসর ব্যবহার হবে এবং Realme UI 3.0 বেসড Android 12 থাকবে। এছাড়াও স্মার্টফোনটি সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে। V25 এ ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। তবে স্মার্টফোনটির দাম সম্পর্কে কোন ধারনা পাওয়া যায় নাই।