গত বছর আগস্টে শাওমি গ্লোবাল মার্কেটে Redmi 10 নামে স্মার্টফোন লঞ্চ করলেও ভারতের বাজারে এই নামে রেডমির কোন স্মার্টফোন লঞ্চ করে নাই। এবং অবশেষে ভারতেরবাজারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দিয়ে লঞ্চ হলো নতুন Redmi 10 স্মার্টফোন যা ২০২০ সালে লঞ্চ হওয়া Redmi 9 এর সাকসেসর।

Redmi 10 স্পেসিফিকেশন (Redmi 10 Specifications And Features)
স্মার্টফোনটিতে করনিং গোরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪০০ নিটস। এছাড়াও হ্যান্ডসেট টিতে রয়েছে Widevine L1 এর সার্টিফিকেশন, তাই আপনি ভিডিও স্ট্রিমিং অ্যাপস গুলোতে HD ভিডিও দেখতে পারবেন।
ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার একটি ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর ও অপরটি ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
MIUI 13 বেসড Android 11 অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ এবং রয়েছে ৪/৬ জিবি LPDDR4X র্যামের সাথে ৬৪/১২৮ জিবি UFS 2.2 টাইপ ইন্টারনাল স্টোরেজ।
পাওয়ার ব্যাক আপের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে Redmi 10 এর বক্সে ১০ ওয়াটের চার্জার রয়েছে। হ্যান্ডসেটটি Midnight Black, Pacific Blue ও Caribbean Green এই তিনটি কালারে পাওয়া যাবে।
৪/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য Redmi 10 এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ রুপি অর্থাৎ প্রায় ১২,৫০০ বাংলাদেশী টাকা এবং ৬/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট জন্য দাম ১২,৯৯৯ রুপি অর্থাৎ প্রায় ১৫,০০০ বাংলাদেশী টাকা।