Redmi 10C খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। তবে স্মার্টফোনটি রিলিজের আগেই ইন্টারনেটে এর ছবি লিক হয়েছে এবং রিটেইলার লিস্টিং এ দেখা গেছে। আবার mysmartprice.com স্মার্টফোনটির দাম, ভ্যারিয়েন্ট এবং কালার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। Redmi 10C ফোনটি শীঘ্রই ইউরোপিয়ান বাজারে লঞ্চ হবে এবং এর দাম ১৫০ থকে ২০০ ইউরোর মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।

হ্যান্ডসেটটি Grey, Green, Blue এই তিনটি কালার ও চার জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এছাড়াও স্মার্টফোনটির প্রকাশিত লিক ইমেজের মাধ্যমে আরো কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।
Redmi 10C স্মার্টফোনটিতে ৬.৭১ ইঞ্চি ডট ড্রপ নচ ডিসপ্লে থাকবে। প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০, সাথে থাকবে UFS টাইপের ইন্টারনাল স্টোরেজ।
ফোনের রিয়ার প্যানেলে থাকবে ৫০ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকবে রিয়ার মাউন্টেড ফিঙারপ্রিন্ট স্ক্যানার।