Vivo শীঘ্রই বাজারে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে। প্রিমিয়াম এই ডিভাইস নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চীনা কোম্পানি ভিভো তাদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন আগামী এপ্রিলে লঞ্চ করতে চলেছে ও ডিভাইসটির কোডনেম নাকি হবে বাটারফ্লাই।

আবার MySmartPrice রিপোর্ট অনুযায়ী V2178A মডেল নম্বর সহ একটি Vivo ডিভাইস 3C সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। মডেল নম্বর টি Vivo Nex Fold এর সাথে মিলে যাচ্ছে। স্মার্টফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টসহ ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে এপ্রিল মাসে চীনের বাজারে লঞ্চ হবে।
আরো শোনা যাচ্ছে, এই স্মার্টফোনটিতে 5x periscope zoom লেন্স এর একটি ক্যামেরা থাকবে এবং পারফরমেন্স এর দিক দিয়ে হুয়াওয়ে এবং স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করতে পারবে।