Instagram নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ইনস্টাগ্রাম স্টোরির রিএকশনে নতুন একটি গুরুত্বপুর্ণ বৈশিষ্ঠ যুক্ত করতে যাচ্ছে। স্টোরি সেকশনে ইনস্টাগ্রাম ভয়েস বাটন যুক্ত করতে যাচ্ছে, যার মাধ্যমে ইউজার ভয়েস মেসেজের মাধ্যমে স্টোরির রিপ্লাই দিতে পারবে।

ইনস্টাগ্রামের এই আপকামিং বৈশিষ্ঠটি Alessandro Paluzzi নামে একজন সফটওয়্যার ডেভেলপার টুইটারে প্রকাশ করেছেন। টুইটারে প্রকাশ হওয়া ছবিতে দেখা যাচ্ছে, স্টোরির রিপ্লাই চ্যাট বক্সের ডানপাশে একটি মাইক্রোফোনের সিম্বল রয়েছে।
এই ফিচারের মাধ্যমে ইউজার Instagram Story তে মেসেজ ও ইমোজির পরিবর্তে ভয়েচ রেকর্ডের মাধ্যমে রিপ্লাই দিতে পারবে। আসন্ন এই বৈশিষ্ঠ নিয়ে ইনস্টাগ্রাম কাজ করছে এটা তো জানা গেছে, তবে এটা কবে নাগাদ ইউজারদের ব্যবহারের জন্য প্রকাশ করা হবে এ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নাই।
ইনস্টাগ্রাম তার প্রতিযোগীদের টক্কর দেয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে চলেছে। সম্প্রতি USA এর ইজারদের জন্য Instagram প্রোডাক্ট ট্যাগিং ফিচার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারী তাদের সার্ভিসের/ব্যাবসার প্রোডাক্ট ইনস্টাগ্রাম পোস্টে ট্যাগ করতে পারছে। এই ফিচারটি এর আগে শুধুমাত্র বিসনেস একাউন্টের জন্য সীমাবদ্ধ ছিলো।