শাওমি ২০২১ সালের ডিসেম্বর মাসে Xiaomi 12 সিরিজের অধীনে Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro এই তিনটি স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছিলো। এবার শাওমির তরফ থেকে অফিসিয়ালি এনাউন্সমেন্ট আসলো যে, ১৫ই মার্চ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Xiaomi 12 সিরিজ। শাওমি ১২ সিরিজের অনলাইন লঞ্চ ইভেন্ট বাংলাদেশ সময় ১৫ মার্চ সন্ধ্যা ৬ঃ০০ টায় অনুষ্ঠিত হবে এবং শাওমির YouTube চ্যানেল, ফেসবুক, টুইটার পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

১২ সিরিজের কি কি মডেল গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে সে বিষয়ে এখনো কোন অফিসিয়াল তথ্য পাওয়া যায় নাই। তবে চীনে যে তিনটি মডেল লঞ্চ হয়েছিলো, সেই তিনটি মডেল ই গ্লোবালি লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro এই তিনটি মডেলের সাথে Xiaomi 12 mini ও লঞ্চ হতে পারে বলে গুজব রয়েছে।
শাওমি ১২ সিরিজের ৩ টি স্মার্টফোন ই কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট দিয়ে লঞ্চ হবে। Xiaomi 12 ও Xiaomi 12 Pro তে Snapdragon 8 Gen 1 SoC থাকবে এবং Xiaomi 12x এ Snapdragon 870 প্রসেসর থাকবে। তবে স্মার্টফোনগুলোর দাম সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায় নি।